কুলের বউ ছিলাম বাড়ি
হলাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার
আর কি ভুলি সেই ভোলাতে ॥
ভাবের নাড়ি ভাবের নাড়া
পরনে পরিয়ে ধরা
করণ তার সৃষ্টিছাড়া
বিধির ফাড়া কাটবে যাতে ॥
ভাবের নাড়া ভাবের নাড়ি
পরনে পড়েছি ধরি
দিব না আর আঁচির কড়ি
বেড়ার চৈতন্য পথে ॥
আসতে নাড়া যেতে নাড়া
দুদিন কেবল ঘোড়া জোড়া
লালন কয় আগাগোড়া
জেনে মাথা হয় মুড়াতে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...