তাকি মুখের কথায় হয়।
চেতন হয়ে সাধন কর
রসিক মহাশয় ॥
বেহাদে পাখি ধরে রে
অমনি মত ধরতে হয় রে
অনুরাগের আঠা দিয়ে
লাগাও গুরুর রাঙ্গা পায় ॥
কানাবগী থাকে যেমন
থাকতে হয়রে তেমন
ও সে চিলের মত ছোঁ মারিয়ে
আপন বাসায় লয়ে যায় ॥
ফকির লালন বলে
তাকি মুখের কথায় মেলে
ও সে দুই দেহে এক দেহ হলে
তবেই সে ধন পায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...