তাও রে যার সদায় সহজ রূপ জাগে।
নাম বলুক না বলুক মুখে ॥
যার কর্তৃক সংসার
নামের অন্ত নাই কিছু আর
বলুক যে নাম ইচ্ছে হয় তার
বলে যদি রূপ দেখে ॥
যে নয় গুরুরূপের আশ্রি
কুজনে যেয়ে ভুলায় তারি
ধন্য যারা রূপ নেহারি
রূপ দেখে রয় ঠিক বাগে ॥
না মিছেই রূপ নেহারা
সর্বজয় সাধক তারা
সিরাজ সাঁই কয় লালন গোড়া
তুই আলি গেলি কি লেগে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...