মানিক ভাই উজান চালাও তরী।
ও রে অকুল সমুদ্দুরী 

গঙ্গা যমুনা আদি
আর সরস্বতী নদী
উঠছে কেউ পাতাল ভেদী
হায় রে হায় মরি 

ভাটি বাঁকে পাকের গোলায়
কতজন তরী ডুবায়
সামাল সামাল মনুরায়
থেক হুঁশিয়ারি 

অনুরাগের মাস্তুলেতে
ভাব-কাপড় লাগাও তাতে
লালন কয় জ্ঞান কপিতে
বাঁধ ভক্তির ডুরি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি