মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।
সেকি অন্য তত্ত্ব মানে ॥
মাটির ঢিবি কাঠের ছবি
ভূত ভবিষ্যৎ আর দেবাদেবী
ভোলে না সে এসব রূপী
মানুষ ভজে দিব্যজ্ঞানে ॥
জরই সরই নূলা ঝুলা
পেঁচো পেঁচী আলাভোলা
তাতে নয় সে ভোলনে ওয়ালা
যে মানুষ রতন চেনে ॥
ফেয়ো ফেপী ফ্যাকসা যারা
ভাকা ভোকায় ভোলে তারা
লালন তেমনি চটা মারা
ঠিক দাঁড়ায় না একখানে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...