মনের কথা বলব কারে, কে আছে সংসারে।
আমি ভাবি তাই, আর না দেখি উপায়
কার মায়ায় বেড়াই ঘুরে ॥
মন আমার ভুলে তত্ত্ব, হলি মত্ত
সার পদার্থ চিনলি না রে
হল না গুরুর করণ, তাইতে মরণ
কোনদিনে মন যাবা গোরে ॥
ছেড়ে মূল ভক্তিদাড়া, লক্ষ্মীছাড়া
কপালপোড়া দেখি তোরে
লেগে এই ভবের নেশা, তাইতে দশা
সর্বনাশা বেড়াই ঘুরে ॥
মন আমার আপন বসে, মদন রসে
আপনি মিশে বেড়াই হারে
লালন সেই বাক্য ছেড়ে, গলা নেড়ে
গড়ে পল পাতাল পুরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...