মনের মানুষ খেলছে দ্বিদলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে 

রূপ নিরূপণ হবে যখন
মনের মানুষ দেখবি তখন
জনম সফল হবে ওমন
সে রূপ দেখিলে 

আগে না জেনে উপাসনা
আন্দাজি কি হয় সাধনা
মিছে কেবল ঘুরে মরা
মনের গোলমালে 

সেই মানুষ চিনল যারা
পরম মহত্ব তারা
অধীন লালন বলে
দেখ নয়ন খুলে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি