মনের মানুষ খেলছে দ্বিদলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে ॥
রূপ নিরূপণ হবে যখন
মনের মানুষ দেখবি তখন
জনম সফল হবে ওমন
সে রূপ দেখিলে ॥
আগে না জেনে উপাসনা
আন্দাজি কি হয় সাধনা
মিছে কেবল ঘুরে মরা
মনের গোলমালে ॥
সেই মানুষ চিনল যারা
পরম মহত্ব তারা
অধীন লালন বলে
দেখ নয়ন খুলে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...