মনেরে বুঝাতে আমার দিন হল আখেরী।
বোঝে না মন আপন মরণ
একি অবিচারী ॥
ফাঁদ পাতিলাম শিকার বলে
সে ফাঁদ বাধিল আপন গলে
এ লজ্জা কি যাবে ধুলে
এই ভবের কাচারী ॥
পর ধরতে যাই লোভ দেখায়ে
আপনি লোভে পড়ি যেয়ে
হাতের মামলা হারাইয়ে
শেষে কেঁদে ফিরি ॥
ছায়ের জন্যে আনিলাম আধার
আধারে ছা খেল এবার
লালন বলে বুঝলাম আমার
ভগ্নদশা ভারি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...