মরি রে এক বেহাদ ব্যাটা
হাওয়ায় ফাঁদ পেতেছে।
দেখলে রে চমৎকার প্রাণ বাঁচা ভার
সেই ফাঁপে যে পড়েছে 

কি বলব সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
আরম্ভ করেছে;
ব্রহ্মা-বিষ্ণু-নর নারায়ণ
সেই ফাঁদে বেঁধেছে 

পাতিয়ে সে ফাঁদের ঢোয়া
বেহাদ বেটা দিচ্ছে খেয়া
লোভের চার খাটায়ে;
কত কামি লোভী পড়েছে ধরা
চার খাইবার আশে 

সিরাজ সাঁইর হক্কের বচন
জন্ম-মৃত্যুর ফাঁদ রে লালন
এড়াবি তুই কিসে;
যে জন জ্যান্ডে মরে খেলতে পারে
সেই যাবে বেঁচে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি