আজ আছি কাল থাকব কি না
ভাবি সব সময়
মিছে বলি আমার-আমার
আমার বলতে কিছুই নয় ॥

নিয়তির বিধান মতে
আসা-যাওয়া এই জগতে
মন চলে না শুদ্ধ পথে
তাই তো হয়েছে সংশয় ॥

ভাঙা-গড়ার খেলা বিধির
কেউ বাদশা কেউ যে ফকির
কোনো কিছুই থাকে না স্থির
কালে পরিবর্তন হয় ॥

করিম বলে মনের হেলায়
জীবন গেল ভবের খেলায়
কী করিব যাবার বেলায়
সামনে মহা-প্রলয় ॥