আল্লাহর নাম লইলাম না রে
ও মন ভুলে পড়ে
ও নাম লইলাম না লইলাম না
লইলাম না রে ॥

আল্লাহ আল্লাহ বল মন রে
আল্লাহ কর সার
নামের গুণে হইতে চাই
ভবসিন্ধু পার ॥

তনের মাঝে আল্লা-নবি
নাহি হয় ভিন
সময় থাকিতে মন
তুই তোরে চিন ॥

বাউল আবদুল করিম বলে
মন পবিত্র করো
এক নামে তরিয়া যাইতাম
কিবা ছোটো-বড় ॥