বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
কেমন করে ঘরে রই একেলা ॥
সখি গো থাকি আমি পরার ঘরে
কত মন জুগাইলাম তারে
গলে লইলাম কলঙ্কের মালা
শাশুড়ি ননদি বাদি এই যন্ত্রণায় সদায় কাঁদি
বন্ধে আরও দিলো দ্বিগুণ জ্বালা–
কেমন করে ঘরে রই একেলা ॥
সখি গো, প্রেম করা বড় জ্বালা।
না করছে-জন আছে ভালা
যে করছে তার সোনার অঙ্গ কালা
যে জন প্রেমের ভাও জানে না
তার সঙ্গে প্রেম করিও না
মরছি মরছি আমি মরছি ভালা–
কেমন করে ঘরে রই একেলা ॥
সখি গো, আসতো বন্ধু কইতাম কথা
যাইত আমার মনোব্যথা
মাথায় লইতাম তার চরণের ধূলা
আবদুল করিম কয় ভাবিয়া
আসিবে শ্যাম কালিয়া
কইতাম দুঃখ পাইলে নিরালা–
কেমন করে ঘরে রই একেলা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...