ধনে হীন মানে হীন আমি
আপনজনে বাসে ভিন
শোধ হলো না মহাজনের ঋণ ॥
জন্ম নিলাম মানবকুলে
আছি ভবমায়ায় ভুলে
দিনে দিনে তনু হইল হীন।
জানেন আল্লাহ রাসুলে
কী হবে হিসাবের দিন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥
পিতামাতার কাছে ঋণী
মন জানে আর আমি জানি
আর জানেন এলাহি আলমিন।
মনমানুষের কাছে ঋণী
ভাবি যারে নিশিদিন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥
এই ভবমায়ার বাঁধনে
বাড়ে দুঃখ দিনে দিনে
এখন আছি জালে বন্দি মীন।
জল শুকাইলে যাব চলে
বলে করিম দীনহীন–
শোধ হলো না মহাজনের ঋণ ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...