হিংসাখোরগণ বলে এখন
আবদুল করিম নেশাখোর
ধর্মকর্মের ধার ধারে না
গানবাজনাতে রয় বিভোর ॥
হিংসা অহংকার করা
মোমিনের কর্তব্য নয়
আদমকে হিংসা করিয়া
মকরম আবেদ শয়তান হয়
বুঝিতে হয় আসল বিষয়
হিংসা নিন্দা করে দূর ॥
হিংসাখোরগণ ধার্মিক নয়
করে দেখো সুবিচার
অহিংসা পরম ধর্ম
জ্ঞানী বলেন বারেবার
আল্লা-রাসুলের বাজার
কেউ ধনী কেউ দিনমজুর ॥
মসজিদকে খোদার ঘর বলি
মন্দির ভগবানের ঘর
আসলে খোদার আরশ
হয় মোমিনের অন্তর
যে করে তার নিজের খবর
আমি বলি সে চতুর ॥
মানুষের সঙ্গ করিলে
মানুষ তখন মানুষ হয়
জন্ম-জরা-যমযাতনা
থাকে না তার কোনো ভয়
বাউল আবদুল করিমে কয়
নয়ন রাখো মাশুকপুর ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...