মন পাগলা তুই লোক সমাজে
লুকি দিয়ে থাক
মনমানুষ তোর মনমাঝে
আছে রে নির্বাক ॥

মনে মনে করো ভাবনা
সঙ্গী বিবেক বিবেচনা
মন না দিলে মন মিলে না
দিয়ে হাজার লাখ ॥

লাগে না তো ডাকাডাকি
তোর সঙ্গে তার মাখামাখি
পিঞ্জিরাতে প্রেমের পাখি
যত্ন করে রাখ ॥

অন্তর্যামী আছে যেজন
সে জানে তোর অন্তর কেমন
চায় না বাহিরের আবরণ
বাহিরের পোষাক ॥

স্মরণে চরণ মিলে
বাউল আবদুল করিম বলে
আশেক হলে মাশুক মিলে
ডাকে নাই যার ফাঁক ॥