নাম সম্বলে ছাড়লাম তরী
কূল দাও কি ডুবিয়া মরি ॥
তুমি কাঁদাও তুমি হাসাও
তুমি ডুবাও তুমি ভাসাও
তুমি মার তুমি বাঁচাও
ভাঙাগড়া সব তোমারই ॥
পড়ে দয়াল ঘোর বিপদে
ভার দিয়াছি তোমার পদে
পাড়ি দাও নির্বিবাদে
তুমি নিজে হও কাণ্ডারি ॥
আবদুল করিম ভাবছে এবার
মিছে কেবল আমার আমার
নৌকা তোমার পুঁজি তোমার
আমি তোমার সব তোমারই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...