প্রেম রোগের ঔষধ নি গো সখি
এই দেশে কেউ জানে
আর কত পুড়িব আমি
জ্বলন্ত আগুনে গো সখি ॥

আহার না চায় গো মনে
নিদ্রা নাই নয়নে
পাগলিনীর মতো হয়ে
ঘুরি বনে বনে গো সখি ॥

কেউ যদি দরদি থাকো
দেও গো তারে এনে
পোড়া অঙ্গ জুড়াই একবার
দেখিয়া নয়নে গো সখি ॥

কাঁচা বাঁশের মধ্যে সই গো
ধরে যেমন ঘুণে
সেই মতো করিমের অন্তর
কাটে নিশিদিনে গো সখি ॥