সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হইল যার লাগিয়া গো
কই রইল গো নিষ্ঠুর কালিয়া ॥
কুমারে যে বাসন পোড়ে সই গো
পইনে সাজাইয়া
ভিতরে তার আগুন দিয়া সই গো
কুমার রয় সরিয়া গো ॥
যে দুঃখ অন্তরে সই গো
রেখেছি ভরিয়া
বুক চিরে দেখাইবার হইলে আমি
দেখাইতাম চিরিয়া গো ॥
আসি বলে চলে গেল সে আর
আইল না ফিরিয়া
বাউল আবদুল করিম কাঁদে এখন
আশাপথে চাইয়া গো ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...