তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
তোর সনে মোর ভাব রাখা দায় ॥

বন্ধু রে, তিলেক মাত্র না দেখিলে কলিজা জ্বলিয়া যায়
আমার দুই নয়নে বহে ধারা রে যেমন যমুনাতে ঢেউ খেলায় ॥

বন্ধু রে, পাড়া-পড়শি যত তারা কলঙ্ক নাম সদায় গায়
লোকের নিন্দন পুষ্পচন্দন রে যেমন অলংকার পরেছি গায় ॥

বন্ধু রে, বলে বলুক লোকে মন্দ ভাবি না তাহারই দায়
তুমি যদি দয়া কর রে বন্ধু স্থান দাও তোমায় রাঙা পায় ॥

বন্ধু রে, আমার বলতে আর কিছু নাই যা ছিল দিলাম তোমায়
পাইলে চরণ সফল জীবন রে বলে আবদুল করিম পাগেলায় ॥