হক নাম বল রসনা
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা ৷৷
শিয়রে শমন বসে
কখন যেন বাঁধবে কসে
ভুলে রইলি বিষয় বিষে
দিশে হল না ৷৷
কয়বার যে ঘুরে ফিরে
মানব জনম পেয়েছে রে
এবার যেন অলস করে
সে নাম ভুলো না ৷৷
ভবের ভাই বন্ধু আদি
কেউ হবে না সঙ্গের সাথী
লালন বলে শুরু রতি
কর সাধনা ৷৷
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...