হাছন রাজায় বলে, বুঝতে নারি মাবুদে byবাউলা মন -সেপ্টেম্বর ১৫, ২০২৩ হাছন রাজায় বলে,বুঝতে নারি মাবুদেকারে লইব কোলে ॥দিনে রাইতে যার প্রাণখোদার লাগি জ্বলে।হাছন রাজা বলে সেইআল্লার জাতে মিলে ॥সব দুঃখ দূরে যাবে,খোদার জাতে গেলে।সর্বকার্য পূর্ণ হবেআল্লাতে মিশিলে ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...