জগৎ মুক্তিতে ভোলালে সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই ॥
রাঙ্গা চরণ দেখব বলে
বাঞ্ছা সদায় হৃদ কমলে
তোমার নামের মিঠাই মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই ॥
ভক্তিপদ বঞ্চিত করে
মুক্তিপদ দিচ্ছ তারে
যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে
কান্ড তোমার দেখি তাই ॥
চরণের যোগ্য মন নয়।
তথাপি মন ওই চরণ চাই
অধীন লালন বলে হে দয়াময়
দয়া কর আজ আমায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...