জয়কেতে শ্যাম দাঁড়িয়ে কেন
কৃষ্ণপানে চেয়ে
সকাল বেলা ওকে ছুঁয়ে
কে মরিবে নেয়ে 

যে ডাকে যায় তারই কাছে
বেড়ায় গোপায় নেচে নেচে
আর কি উহার গোপন আছে
গেছে এঁটো হয়ে;
এঁটো পাতা কে চেটে খাবে
কোন হায়াতে মেয়ে 

ধনি বলে ও ললিতে
বলগা ওকে উঠে যেতে
কেন এখানে দাঁড়িয়ে আছে
লাজের মাথা খেয়ে;
আমরা জায়গায় ছড়া-কাটি দিয়ে
আনি যে বয়ে 

আমার হাড় করেছে কালি
চাইলে উহার রূপের ডালি
লয়ে যাক চন্দ্রাবলী
খাবে ধুয়ে ধুয়ে;
লালন বলে সকালবেলা ভাসিয়ে তরী
মলাম বটে বেয়ে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি