না জানি কেমন রূপ সে।
রূপের সৌরভে যার
ত্রিভুবন মোহিত করেছে ॥
রূপ দেখিতে হয় বাসনা
পাই নে তার উপাসনা
কোথায় বাড়ি কোথায় ঠিকানা
খুঁজে পাব কোন দেশে ॥
আকার কি সাকার ভাবিব
নিরাকার কি জ্যোতি রূপ
এ কথা কারে শুধাব
সৃষ্টি করলে কোথায় বসে ॥
উপদেশে গোল যদি রয়
কি করিতে কি করে যায়।
গোলে হরি বললে কি হয়
লালন ভেবে না পায় দিশে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...