না ঘুচিলে মনের ময়লা।
সেই সত্য পথে না যায় চলা ॥
মন পরিষ্কার কর আগে
অন্তর বাহির হবে খোলা।
তবে যত্ন হলে রত্ন পাবে
এড়াবে সংসার জ্বালা ॥
স্নান আদি বস্ত্র পরিষ্কার
অঙ্গে ছাপা জপমালা।
দেখ এ সকলি ভ্রান্ত
কেবল লোক দেখানো ছেলেখেলা ॥
ভবনদী তরবি যদি
তার যোগাড় কর এই বেলা।
সিরাজের প্রেমে মগ্ন হলে
লালন তোর ঘুচে যাবে মনের ঘোলা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...