নাই ছফিনাই নাই খোদা ছিনাই দেখ বর্তমান।
রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম 

বর্জখ ব্যতীত সেজদা, কবুল করে না খোদা
সকলি হবে বে-ফায়দা বেজার হবে ছব্বহান
রূপ না দেখে বসে কূপে কারে ডাক মমিন চাঁদ 

আলহামদো কুলহুআল্লা, এই দেহেতে আছে মিলা
আত্তাহিয়াতো আত্মায় আল্লা তিনে দেহ বর্তমান
মানব দেহে বিরাজ করে খোদ খোদা ছব্বহান 

লাহুত লাছুত জবরুত মালকুত, তার উপরে আছে হাহুত
কোরানে রয়েছে সাবুদ পরে কর অভিধান
নয় দরজা তালা মেরে বর্জখের কর ছুরান 

স্বরূপ যাবে বলে, মুর্শিদের দয়া হলে
জবরুতের পর্দা খুলে দেখায় সেরূপ বর্তমান
সিরাজ সাঁই বলেরে লালন, আর কবে তোর হবে জ্ঞান 


#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি