নানারূপ শুনে শুনে প্রেমে শূন্য
পলাম খাতায়।
বুঝিতে বুঝিতে বোঝা
চাপিল মাথায় ॥
যা শুনিতে হয় বাসনা
শুনলে মনে আঁট বসে না
তার বড় শুনিয়ে মনা
দৌড়ায় সেথায় ॥
একবার বলি যাই কাশীতে
আবার সাজি পেড়োয় যেতে
দিন গেল মোর দোটানাতে
যাই বা কোথায় ॥
এক জেনে যে এক ধরিল
সেই সে পাড়ি সেরে গেল
লালন বার তালে পল
শেষ অবস্থায় ॥
#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...