নাম সাধন বিফল বর্জোখ বিনে।
এখানে সেখানে বর্জোখ মূল ঠিকানা
তাই দেখ মনে মনে ॥
বর্জোখ ঠিক না হয় যদি
ভুলায় তারে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানান বিধি
তারে চিনবি কিরূপ প্রমাণে ॥
চার ভেঙ্গে দুই হল পাকা
এই দুই বর্জোখ লেখাজোখা
তাতে পল আরেক ধোকা
দুই দিক ঠিক কিসে হয় ধিয়ানে ॥
[ যমন ] নৌকা ঠিক নাই বিনা পারায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বর্জোখ না চিনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...