নাম পাড়ালাম রসিক ভেয়ে ।
না জেনে সেই রসের ভিয়ান
মরতে হল গরল খেয়ে ॥
গোঁসাই নিলে চমৎকারা
বিষেতে অমৃত পুরা
অসাধ্যকে সাধ্য করা
ছুপে বিষ ওঠে ধেয়ে ॥
দুগ্ধে যেমন থাকে ননী
ভিয়ানে বিভিন্ন জানি
সুধামৃত রস তমনি
গরলে আছে ঢাকিয়ে ॥
দুগ্ধ জলে যদি মিশায়
হংস হলে সেই বেছে খায়
লালন বলে আমি সদায়
আমোদ করি জল হুদলায়ে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...