নাম পাড়ালাম রসিক ভেয়ে ।
না জেনে সেই রসের ভিয়ান
মরতে হল গরল খেয়ে 

গোঁসাই নিলে চমৎকারা
বিষেতে অমৃত পুরা
অসাধ্যকে সাধ্য করা
ছুপে বিষ ওঠে ধেয়ে 

দুগ্ধে যেমন থাকে ননী
ভিয়ানে বিভিন্ন জানি
সুধামৃত রস তমনি
গরলে আছে ঢাকিয়ে 

দুগ্ধ জলে যদি মিশায়
হংস হলে সেই বেছে খায়
লালন বলে আমি সদায়
আমোদ করি জল হুদলায়ে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি