নীরে শুনি নিরঞ্জন হল।
নূর ছিল কি পাঁজা পাঁজা
এরা কোন নূরে এল 

কোন নূৱে হয় আসমান জমিন
কোন নূরে হয় পবন পানি
কোন নূরে ভাসিলেন গনি
সে নূরে কোন নূর আসিল 

তুবা নামে দরক্ত পয়দা
কোন নূরে গঠিল খোদা
আরস কুরছি মোহাম্মদা
কোন নূর জুদাই করিল 

আদম বল কোন নূরে হয়
মা হাওয়া কি সে নূরে নাই
কয় রতি নূর করে কোথায়
ইহার ভেদ খুলে বল 

মহাম্মদ যে নূরে হয়
খাতুন জিন্নাত কি সে নূরে নাই
সিরাজ সাঁই কয় লালন তোমায়
দেখ কোথা নূরের বসতি ছিল 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি