নৈরেকারে দুইজন নূরী ভাসছে সদায়।
ঝরার ঘাটে যোগান্তরে হচ্ছে উদয় ॥
একজন পুরুষ একজন নারী
ভাসছে সদায় বরাবরি
উপরআলা সদর বারি
যোগ তাতে দেয় ॥
মাসাতে সেই দুইজনা
আবেশে হয় দেখাশুনা
জেনেছে সেই উপাসনা
কেউ ভাগ্যোদয় ॥
যে জানে সেই দুই নূরীকে
সিদ্ধি হবে যোগে যোগে
লালন ফের পল ফাঁকে
মনের দ্বিধায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...