নৈরেকারে দুইজন নূরী ভাসছে সদায়।
ঝরার ঘাটে যোগান্তরে হচ্ছে উদয় 

একজন পুরুষ একজন নারী
ভাসছে সদায় বরাবরি
উপরআলা সদর বারি
যোগ তাতে দেয় 

মাসাতে সেই দুইজনা
আবেশে হয় দেখাশুনা
জেনেছে সেই উপাসনা
কেউ ভাগ্যোদয় 

যে জানে সেই দুই নূরীকে
সিদ্ধি হবে যোগে যোগে
লালন ফের পল ফাঁকে
মনের দ্বিধায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি