পান-কাউর দয়াল পাখি।
রাতদিন তারে জলে দেখি ॥
মাছ ধরা তার যেমন-তেমন
বিলের সেঁওলা ঠেলে সারাক্ষণ
বিলের কাদা খঁচা সার হইল
সারা গায়ে কাদা মাখি ॥
কানাবগী মাছ ধরার লোভে
বেড়ায় সেই গাঙ্গের কূলে কূলে
ঠোক দিয়ে মাছ তোলে ডাঙ্গার পরে
তাকায় আড়চোখি ॥
মাছরাঙ্গা নিহার করে পানির পরে
তাই তে সে মাছ ধরে
লালন বলে সেই জায়গায় জাল ঠেলা
কার সাধ্য কি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...