পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় ।
কর্মের লিখন কাজ করলে
দোষগুণ কী হয় 

রাজার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিকার কি হয় গো দোষি
জীব করায় সব নরকবাসি
খোদ কি দয়াময় 

শুনতে পাই সাধু সমাচার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে না থাকিলে এবার
কি হবে উপায় 

কর্মের লিখন কাজকে দোষাই
কোন্ কথাটি গিরে দিই ভাই
লালন বলে আমার বোধ নাই
শুধাবো কোথায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি