পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় ।
কর্মের লিখন কাজ করলে
দোষগুণ কী হয় ॥
রাজার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিকার কি হয় গো দোষি
জীব করায় সব নরকবাসি
খোদ কি দয়াময় ॥
শুনতে পাই সাধু সমাচার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে না থাকিলে এবার
কি হবে উপায় ॥
কর্মের লিখন কাজকে দোষাই
কোন্ কথাটি গিরে দিই ভাই
লালন বলে আমার বোধ নাই
শুধাবো কোথায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...