পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায় হয়েছে উদয়
কি আনন্দময় এই সাধবাজারে 

যথা রে সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর
এনে সাধ-সভায়, তবে মন আমায়
আবার যেন ফেরে ফেলাস নারে 

সাধু-গুরু কি মহিমা
দেবে দিতে নাইরে সীমা
হেন পদে যার, নিষ্ঠা না হয় তার
না জানি কপালে কি আছেরে 

সাধুর বাতাসেরে মন
বনের কাষ্ঠ হয়রে চন্দন
লালন বলে মন, খোঁজ কি আর ধন
সাধুর সঙ্গে রঙ্গে দেশ কররে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি