পার কর দয়াল আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে ॥
মন্ত্রণী ছয়জনা সদায়
অশেষ কুকাণ্ড বাধায়
ডুবালো ঘাট অঘাটায়
আজ আমারে ॥
ভবকূপেতে আমি
ডুবে হলাম পাতালগামী
অপারের কাণ্ডার তুমি
নেও কিনারে ॥
আমি বা কার কে বা আমার
বুঝেও বুঝলাম না এবার
অসারকে ভাবিয়ে সার
পলাম ফেরে ॥
হারায়ে সকল উপায়
শেষে তোর দিলাম দোহাই
লালন কয় দয়াল নাম সাঁই
জানবো তোরে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...