পার নিহেতু সাধনা করিতে ।
যাও রে ছেড়ে জরামৃত্যু
নাই যে দেশেতে ॥
নিহেতু সাধক যারা
তাদের করণ খাঁটি জবান খাড়া
উপশকা কাটিয়ে তারা
চলেছে পথে ॥
মুক্তিপদ ত্যাজিয়ে সদায়
ভক্তিপদ রেখে হৃদয়
শুদ্ধ হবে প্রেমের উদয়
সাঁই রাজী যাতে ॥
সমঝে সাধন কর ভবে
এবার গেলে আর না হবে
লালন বলে ঘুরতে হবে
লক্ষ যোনীতে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...