পিরীতি অমূল্যনিধি।
বিষয় বিশ্বাস মতে কারো হয় যদি ॥
এক পিরীতি শক্তিপদে
মজেছিলে চণ্ডিচাঁদে
জানলে সে ভাব মনকে বেঁধে
ঘুঁচে যেত পথের বিবাদি ॥
এক পিরীত ভবানীর সনে
করেছিল পঞ্চাননে
নাম রহিল ত্রিভুবনে
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সিদ্ধি ॥
এক পিরীতে রাধার অঙ্গ
পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ
কর লালন এমনি সঙ্গ
সিরাজ সাঁই কয় নিরবধি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...