পিরীতি অমূল্যনিধি।
বিষয় বিশ্বাস মতে কারো হয় যদি 

এক পিরীতি শক্তিপদে
মজেছিলে চণ্ডিচাঁদে
জানলে সে ভাব মনকে বেঁধে
ঘুঁচে যেত পথের বিবাদি 

এক পিরীত ভবানীর সনে
করেছিল পঞ্চাননে
নাম রহিল ত্রিভুবনে
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সিদ্ধি 

এক পিরীতে রাধার অঙ্গ
পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ
কর লালন এমনি সঙ্গ
সিরাজ সাঁই কয় নিরবধি 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি