পড়গে নামাজ জেনে শুনে।
নিয়েত বাঁধগা মানুষ
মক্কা পানে ॥
শতদল কমলে কালার
আসন স্বর্ণ সিংহাসনে
ওসে খেলছে খেলা, বিনোদ কালা
এই মানুষের তন ভুবনে ॥
মানুষে মানুষ কামনা
সিদ্ধ কর বর্তমানে
চৌদ্ধ ভুবন ফিরায়ে নিশান
ঝলক দিচ্ছে নয়ন কোণে ॥
মুর্শিদের মেহেরে মোহর
যার খুলেছে সেই তা জানে
ও তাই বলছে লালন, ঘর ছেড়ে গন
খুঁজিস কেন বনে বনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...