তোরা কেউ যাস নে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা
নদেয় এসে ॥
একটা পাগলামী করে
জাত দেয় সে অজাতেরে
দৌড়ে যেয়ে;
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ॥
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা
করঙ্গ সে;
দেখতে যাবি পাগল হবি
বুঝবি শেষে ॥
পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন
হয় তরাশে;
ওসে চৈতে নিতে ওদে পাগল
নাম ধরেছে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...