তোরা দেখ না রে মন দিব্যনজরে।
চারিচাঁদ দিচ্ছে ঝলক
মনিকোঠার ঘরে ॥
হলে সে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন
হয় রে;
ও সে চাঁদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে ॥
চাঁদের চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেয়া
দেয় রে;
জমিনেতে ফলছে মেওয়া
ঐ চাঁদের সুধা ঝরে ॥
নয়ন চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার
হয় রে;
অধীন লালন বলে বিপদ আমার
শুরু চাঁদ ভুলে রে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...