তোমা ছাড়া বল করে রাই।
সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই 

সঙ্গে লয়ে হে তোমারি
তুমি হইবে আমার আঁধারি
মনে তোমারই স্মরণ করি
বটপত্র রূপে ভেসেছিলাম তাই 

তোমারই কারণে গোষ্টে গোচারণে
নন্দের বাধা বইয়ে মাথায়
সদাই বলি জয় জয়
মনের সুখে রাধে-তব গুনে সদা বাঁশি গাই 

পরেতে গোলকে পরমপুলকে
মহারাসলীলা করি দুইজনে
সে মহারসের ধনি বিনোদিনী
লালন বলে সে হরি নন্দের কানাই 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি