তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ওপো রাছুল
ছেড়ে যেও না 

তুমি হও খোদার দোস্ত,
অপারের কাণ্ডারী সত্য,
তোমার বিনা পারের লক্ষ্য,
আর দেখা যায় না 

আছমানি আইন দিয়ে,
আমাদের আনলে রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে,
ছেড়ে যেও না 

আমরা সব মদিনাবাসি,
ছিলাম যমন বনবাসি
তোমা হতে জ্ঞান পেয়েছি,
আমি সান্ত্বনা 

তোমা বিনা এরূপ শাসন,
কে করবে আর দীনের কারণ,
লালন বলে আর ত এমন
বাতি জ্বলবে না 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি