তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ওপো রাছুল
ছেড়ে যেও না ॥
তুমি হও খোদার দোস্ত,
অপারের কাণ্ডারী সত্য,
তোমার বিনা পারের লক্ষ্য,
আর দেখা যায় না ॥
আছমানি আইন দিয়ে,
আমাদের আনলে রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে,
ছেড়ে যেও না ॥
আমরা সব মদিনাবাসি,
ছিলাম যমন বনবাসি
তোমা হতে জ্ঞান পেয়েছি,
আমি সান্ত্বনা ॥
তোমা বিনা এরূপ শাসন,
কে করবে আর দীনের কারণ,
লালন বলে আর ত এমন
বাতি জ্বলবে না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...