মান কর না ও গো রাধে
তোমায় করি মানা ।
মনে করিলে ইহকালে
তোমার কাছে কেউ যাবে না 

আমরা যত বিন্দে সখি
সবাই বলে যুগল দেখি।
সে জন্যেতে কাছে থাকি
মনে বুঝে তাও দেখ না 

আমার কথা না রাখিলে
আমি নিশ্চয় যাব চলে
কাঁদিতে হইবে পদতলে
তখন আমরা আর আসব না 

মানের গোড়া ছাই পড়বে রাই
মনে একবার ভেবে দেখ তাই
লালন কয় বলছে সখি সবাই
বেহাল হবে সুহাল হবে না 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি