মান কর না ও গো রাধে
তোমায় করি মানা ।
মনে করিলে ইহকালে
তোমার কাছে কেউ যাবে না ॥
আমরা যত বিন্দে সখি
সবাই বলে যুগল দেখি।
সে জন্যেতে কাছে থাকি
মনে বুঝে তাও দেখ না ॥
আমার কথা না রাখিলে
আমি নিশ্চয় যাব চলে
কাঁদিতে হইবে পদতলে
তখন আমরা আর আসব না ॥
মানের গোড়া ছাই পড়বে রাই
মনে একবার ভেবে দেখ তাই
লালন কয় বলছে সখি সবাই
বেহাল হবে সুহাল হবে না ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...