মানুষের কারণ সেকি সাধারণ
জানে রসিক যারা।
টলে জীব বিবাগী, অটল ঈশ্বর রাগী
সেও রাগ লেখে বৈদিক রাগের ধরা ॥
যদি ফুলে সন্ধি ঘরে বিন্দু পড়ে ঝরে
আর কি রসিক ভেয়ে হাতে পায় তারে
যে নিরে ক্ষিরে মিশায়, সে পড়ে দুর্দশায়
না মিশালে হীমাংগুল বিফল পারা ॥
হলে বানে বান ক্ষেপনা, বিষের উপার্জনা
অধঃপথে গতি উভয় শেষ খানা
পঞ্চবাণের ছিলে, প্রেম অন্তে কাটিলে
তবে হবে মানুষের করণ সারা ॥
ও সে রসিক শিখরে, যে মানুষ বাস করে
হেতু শূন্য করণ সেই মানুষের দ্বারে
নিহেতু বিশ্বাসে মেলে সে মানুষে
হেতু কামে লালন যায় মারা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...