মানুষ ধর রে নেহারে
উহার মন নয়নে
যোগাযোগ করে ॥
নেহারায় চেহারা বন্দী কররে কর একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে;
ত্বরায় দারোগা হয়ে কর বাতা বন্দী
স্বরূপ মন্দিরে ॥
স্বরূপে আসন যাহার পবন হিল্লোলে বিহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্যচক্ষু প্রকাশ করে;
দুপক্ষেতে খেলছে খেলা
নরনারী রূপ ধরে ॥
অমাবস্যে পূর্ণমাসী, তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্ৰ চাঁদ বায়ু বরুন আদি
সে যোগের বাঞ্ছিত আছে রে;
সিরাজ সাঁই বলে রে লালন
মানুষ সাধ প্রেম নিরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
1 মন্তব্যসমূহ
মানুষের করন সে কি সাধারণ
উত্তরমুছুনগানটির দু একটি জায়গায় খটকা লাগে।
যেমন:
১। ফুলে সন্ধি ঘরে
কোথাও আবার এভাবে
১।কুলের সঙ্গি ঘরে
এখানে কোনটি সঠিক!অর্থ কি?
২।বিষে উপার্জনা নাকি বিষয় উপার্জন?
৩। না মেশালে -র পরে শব্দের ভিন্নতায় অর্থ বোঝা যায় না।
৪। উপায় শেষ খানা নাকি উভয় শেষখানা?
ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...