মায়ার বশে কাঁদবি বসে আর কতকাল
ওরে মন তোর শিয়রেতে এল মহাকাল।
একদিনান্তে মনভ্রান্তে ভজলি না মন গুরুর চরণযুগল
যেদিন এসে ঘিরবে তোরে সেদিন পড়ে রবে মায়াজাল 

গুরু বলে ডাকলিনে মিছে মায়ায় হলি মতু হারালি জ্ঞানতত্ত্ব,
গুরুবস্তু কি পদার্থ চেন না, কুপথ ছেড়ে সুপথে কেন চলনা;
তাই বলিরে ও পাগল মন, হও না কেন মনের মতন;
যার জন্য তুই করিস রোদন, তার দেখিনে চোখে জল 

চক্ষু-কৰ্ণ নাসিকা-মুখ, একজাগায় বসত কেউ দেখে না কার মুখ
যেমন নেংড়ায় ইচ্ছায় বেড়ায় হেটে, বোবার ইচ্ছায় কথা ফোটে
অন্ধের ইচ্ছায় বিদ্যাঘটে, সবাই টলে শটে পটে
লালন বলে যার যেমন কাজ তার তেমন ফল 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি