মাবুদত্ত মজুদও খোদা এই দেহে রয়।
কি বস্তু কি আকার সে যে
কর তার নির্ণয় ॥
এই দেহের মালেক রব্বানা
কোন মোকাম তার বালামখানা
তার সঙ্গে নাই দেখাশোনা
থাকি এক জায়গায় ॥
প্রমাণ কালামোল্লাতে
লাহানো এক রব আয়েতে
আছে বান্দার কালেবেতে
আরসে খোদাই ॥
বস্তু না হলে পরিচয়
চিনি বওয়া বলদের ন্যায়
বয় ভাড়া লজ্জত না পায়
দুষ্টু তেমনি প্রায় ॥
বস্তু হাসেল হলে পরে
আকবরি হজ্ব হয় তাহারে
লালন বলে সাক্ষাতে সেজদা করে
বন্দেগী করে আদায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...