মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা।
নিগম বিচারে সত্য তাই গেল জানা ॥
পুরুষ ও পরওয়ারদিগার
অঙ্গে ছিল প্রকৃতি তার
প্রকৃতি প্রভৃতি সংসার
সৃষ্টি সবজনা ॥
নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে
যাহার ভার দিন দুনিয়ায়
দিলেন রব্বানা ॥
ডিম্বু মধ্যে কেবা ছিল
বাহির হইয়া কারে দেখিল
লালন কয় সে ভেদ যে পেল
ঘুচল দিন কারা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...