মাধবী বনে বন্ধু ছিল সই লো।
বন্ধু আমার কেলে সোনা
কোন বনে লুকাইলো 

মাধবী লতার গায়
মাধবী লতার ছায়
দেখ দেখ সই লতায়-পাতায়
বন্ধুরূপে আলো 

কৃষ্ট প্রেমের এমনি ধারা
করিল আমায় পাগলপারা
হইলাম জাত-কুল-মান হারা
এ কেমন বিষম জ্বালা সই লো 

নাম ধরে বাজায় বাঁশি
অকুল বিজনেতে বসি
ওই শোন কি বলে বাঁশি
কোন বনে বাজিল সই লো 

আমায় দিয়াছে কেবল ফাঁকি
প্রাণটা শুধু আমার আছে বাকি
ফকির লালন বলে বন্ধুর লাগি
অস্তর পুড়ে ছাই হইল 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি