মনের হল মতি মন্দ।
তাইতে হয়ে রইলাম জন্ম-অন্ধ ॥
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে
গুরুর দয়া হবে কিসে
তাইতে ভক্তিবিহীন পশুর ছন্দ ॥
ত্যাজিয়ে রে সুধা রতন
গরল খেয়ে ঘটাই মরণ
মানিনে সাধুগুরুর বচন
মূল হারায়ে শেষ হই রে ধন্দ ॥
বাল্য বৃদ্ধ সকলি কয়
সাধু চিত্ত আনন্দময়
লালন বলে আমার সদায়
যায় না মনের নিরানন্দ ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...